header ads

  • Breaking News

    মঙ্গলে মিললো অতি উজ্জ্বল পাথর

    মঙ্গলে মিললো অতি উজ্জ্বল পাথর


    মঙ্গলে মিললো অতি উজ্জ্বল পাথর
    মহাকাশযান কিউরিসিটি

    মঙ্গল গ্রহের রহস্য ভেদ করতে অনেকদিন ধরেই লেগে আছে গবেষকরা। এ বিষয়ে গবেষণা অব্যাহত রেখেছে নাসা। গবেষণার অংশ হিসেবে মঙ্গলে এখন অবস্থান করছে নাসার মহাকাশযান ‘কিউরিসিটি’।
    ডেইলি মেইল জানিয়েছে, এ মুহূর্তে কিউরিসিটি মঙ্গলের পাহাড়ি এলাকার ভেরা রুবিন গিরিশিরায় আছে। সেখানে একটি ছাই রঙের পাথর নিয়ে কাজ করছে সেটি।
    এরইমধ্যে রোবট কিউরিসিটি মঙ্গল গ্রহটির অনেক তথ্য সংগ্রহ করেছে যা গ্রহটির ব্যাপারে গবেষকদের আগ্রহ যেন আরও বাড়িয়ে দিয়েছে। লাল গ্রহটির আশ্চর্য সব চিত্র ও তথ্য পাঠিয়েছে কিউরিসিটি। আর এর মধ্যে রয়েছে উজ্জ্বল একটি পাথরের ছবি। এমন উজ্জ্বল পাথরটি আসলে কীসের তা বিজ্ঞানীদের চুলে পাক ধরাচ্ছে।
    একে সবাই ‘গোল্ডেন রক’ বললেও নাসার বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘লিটল কলনস’।
    প্রশ্ন জেগেছে-উজ্জ্বল পাথরটি আসলে কী? কোথা থেকে এলো? কী উপাদানে গঠিত এ পাথর যে এত উজ্জ্বল?
    অনেক জ্যোতির্বিজ্ঞানীর মতে, মঙ্গলের নয় এটি, পাথরটি উল্কার অংশ বিশেষ।
    তবে সে বিষয়ে চূড়ান্ত কিছু এখনই বলা যাচ্ছে না।
    মহাকাশযান কিউরিসিটিই এখন ভরসা। তবে বিজ্ঞানীরা আরও গবেষণার জন্য পাথরটির রাসায়নিক পরীক্ষা করতে চাচ্ছেন। সে জন্য রোবট ‘কিউরিসিটি’ ব্যবহার করবে তার কেম ক্যাম।
    কেম ক্যাম সাধারণ ক্যামেরা থেকেও ১০ গুণ বড় করে বস্তু দেখার ক্ষমতা রাখে। এটি থেকে লেজার রশ্মিও বের হয়। সেই রশ্মি দিয়ে উজ্জ্বল পাথরটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে কিউরিসিটি।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728
    Powered by Blogger.